চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইতিহাসের ডাক শুনছেন তাসকিন

কার্ডিফ থেকে:  মহাকাব্যিক এক ম্যাচ জিতে সেমিফাইনালে পা রাখা। এবার অপেক্ষা ফাইনালে যাওয়ার। ব্যাপারটা অত সহজ নয়। কঠিন প্রতিপক্ষকে হারাতে হবে। তবু তাসকিন আহমেদের মন বলছে, সামনে একটা ইতিহাস হতে যাচ্ছে।

‘আল্লাহ রহমত করলে ফাইনালও খেলতে পারি। আমরা খুব এক্সাইটেড। আশা করি একটা ইতিহাস হতে যাচ্ছে,’ কার্ডিফ থেকে বার্মিংহামের গাড়িতে ওঠার আগে বলে যান তাসকিন।

বাংলাদেশ গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায়। এরপর ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় সেমি নিশ্চিত হয় বাংলাদেশের। ১৫ জুন সেমিফাইনাল খেলবেন তাসকিনরা।

সোমবার বার্মিংহামে প্রথমদিন বিশ্রামে কাটানোর পর মঙ্গলবার সেমির জন্য অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।

বাংলাদেশ সেমিতে যাওয়ায় তাসকিনের অন্যরকম আনন্দ হচ্ছে, ‘আমি এখানে পা রেখেই বলেছিলাম সেমিফাইনাল খেলবো। সেটা হয়ে যাওয়ায় সবচেয়ে ভালো লাগছে। আশা করি ফাইনালটাও খেলতে পারবো।’

‘সামনের ম্যাচে সুযোগ পেলে এমন স্পেল করার চেষ্টা করবো, যাতে ম্যাচ জিততে হেল্প করে।’ বলছিলেন সুযোগের অপেক্ষায় থাকা তাসকিন।