চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইংল্যান্ড যাওয়ার আগে আত্মবিশ্বাসী নাসির

বিকেএসপি থেকে: ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন নাসির হোসেন। প্রথম ম্যাচেই ১০৬ রানের অপরাজিত ইনিংস। গাজী গ্রুপের এই ক্রিকেটার জাতীয় দলে ডাক পেয়েছেন আবারো। ইংল্যান্ডগামী বিমানে ওঠার আগে বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে খেললেন ৬৪ রানের আরেকটি ইনিংস। পরে বল হাতে উইকেট নিলেন তিনটি। লিগে ব্যাটে-বলে পারফর্ম করায় কন্ডিশনিং ক্যাম্প ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার আগে দারুণ আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার। প্রিমিয়ার লিগের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে অবদান রাখতে চান বাংলাদেশ দলের জন্য।

‘আপনি যেখানে যেভাবেই রান করেন না কেন, এটা আপনাকে আত্মবিশ্বাস বাড়াবেই। প্রিমিয়ার লিগে দেশের বাহির থেকেও অনেক বড় বড় খেলোয়াড় এসে এতো সহজে রান করতে পারে না। এটা খুব কঠিন একটা লিগ। তাই এখানে রান করলে আত্মবিশ্বাস বাড়ে। শুধু আমার বাড়ে না, সবারই বাড়ে। এটা অবশ্যই আমাকে কাজে দিবে।’

ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করতে বুধবার রাতে দেশ ছাড়ছেন টাইগাররা। নাসির জানিয়ে গেলেন, আলাদা কোন লক্ষ্য নয় বরং দলের প্রয়োজনে খেলতে পারাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। বললেন, ‘ব্যক্তিগত কোন লক্ষ্য নেই। আমি সবসময় দলের জন্য খেলেছি। চেষ্টা করি দলের জন্যই খেলার। যতটুকু যেটা দরকার হবে, সেভাবেই খেলবো।’

গতবারের রানার্সআপ প্রাইম দোলেশ্বরকে ৩৫ রানে হারিয়ে শীর্ষে রয়েছে নাসিরের দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। এ নিয়ে টানা চার জয় দলটির। তবে গাজীর ডেরা ছাড়তে হচ্ছে অধিনায়ক নাসিরকে। বুধবার দিবাগত রাত সোয়া একটায় ইংল্যান্ডের বিমানে চাপবেন তিনি। তার পরিবর্তে গাজীর অধিনায়কত্ব করবেন নাদিফ চৌধুরী।

নাসির আশাবাদী তার অনুপস্থিতি পুষিয়ে নেবেন দলের ব্যাকআপ প্লেয়াররা, ‘শুধু আমাদের দলের খেলোয়াড়রাই যাচ্ছে না, সব দলের যাচ্ছে। ব্যাকআপ খেলোয়াড় আছে। আমাদের ভালো একজন ব্যাটসম্যান বসে আছে। খুব একটা ক্ষতি হবে না। আর আমি গেলে আরেকজন নেতৃত্ব দেবে। সে না থাকলে আরেকজন আসবে, এটাই তো নিয়ম।’