চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আসছে দেশের সবচেয়ে ব্যয়বহুল মেগা ধারাবাহিক ‘সাত ভাই চম্পা’

এফডিসির জসীম ফ্লোরে পাহাড়ি ঝর্ণা! সেই ঝর্ণা থেকে কল কল শব্দে অবিরাম নেমে আসছে পানি। পানি নামছে পদ্মপুকুরে। পুকুরে ভাসছে লাল-সাদা পদ্ম-শাপলা ফুল। তার পাশেই ধবধবে সাদা ফুলে ভরা সবুজ গাছ। সবুজ ঘাসের উপর ছড়িয়ে আসে সাদা সাদা ফুল। গাছে বাঁধা রাজকীয় দোলনা। দোলনায় দোল খাচ্ছে চম্পাবতী। ‘সাত ভাই চম্পা’র সেই চম্পা। রূপকথা নয়, রাজধানীর এফডিসির চিত্রনায়ক জসীম ফ্লোরের বাস্তব চিত্র এটি।

জসীম ফ্লোরে নির্মিত হয়েছে দেশের সবচেয়ে ব্যয়বহুল মেগা ধারাবাহিক নাটক ‘সাত ভাই চম্পা’র সেট। আজ শুক্রবার সকালে সেখানে গিয়ে দেখা গেল এমন দৃশ্য। বেলা ১১টায় ‘সাত ভাই চম্পা’র সেট ও শুটিং উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বিএফডিসির পরিচালক ও অতিরিক্ত সচিব তপন কুমার ঘোষসহ মেগা ধারাবাহিকটির শিল্পী, কলাকুশলী আর অতিথিরা।

শাইখ সিরাজ বলেন, ‘১৯৬৮ সালে দিলীপ ঘোষ নির্মিত “সাত ভাই চম্পা” ছবিটি দেখেছিলাম। এটি বাংলাদেশের অন্যতম সেরা রূপকথার গল্প। এবার যে সেট নির্মাণ হয়েছে, তা এক কথায় অপূর্ব। ১৯৬৮ সালে আমাদের দেখা “সাত ভাই চম্পা” আর আজকের মেগা ধারাবাহিক “সাত ভাই চম্পা”য় থাকবে আকাশ পাতাল পার্থক্য। থাকবে নতুনত্ব। কারণ, মূল গল্প ঠিক রেখে আমরা এই মেগা ধারাবাহিকে সর্বাধুনিক কারিগরি প্রযুক্তি, তরুণ পরিচালক আর মেধাবী অভিনয়শিল্পীদের যুক্ত করেছি।’

টিভি সিরিয়ালের সব বাধ্যবাধকতা মেনে নির্মাণ করা হচ্ছে মেগা ধারাবাহিক ‘সাত ভাই চম্পা’। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, “সাত ভাই চম্পা”র প্রচার শুরু হলে দেশের দর্শক ভিন দেশি সিরিয়াল থেকে মুখ ফিরিয়ে নেবে। বিদেশি সিরিয়াল আর দেখবে না।’

‘সাত ভাই চম্পা’ মেগা সিরিয়ালের পরিচালক রিপন নাগ বলেন, ‘২-৩ বছর ধরে চ্যানেল আই কর্তৃপক্ষ এই স্বপ্নকে বড় করে দেখিয়েছেন। আমাদের দেশের গল্প দিয়ে আমাদের নির্মিত সিরিয়াল বিদেশে রপ্তানি করব।’

জসীম ফ্লোরে সিংহাসনের সামনে অতিথি এবং মেগা ধারাবাহিক ‘সাত ভাই চম্পা’র শিল্পী আর কলাকুশলীরা

ফরিদুর রেজা সাগর বলেন, ‘সিরিয়ালটিতে আমাদের দেশের লোকজ সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে। সবাই দেখে হাততালি দেবে। পর্দায় দর্শক দেখে খুশি হলেই আমাদের শ্রম সার্থক হবে।’

হাসানুল হক ইনু বলেন, ‘এই বিশাল সেট দেখে আমি হতভম্ব। বুঝলাম বড় কিছু হবে। দেশে যখন জঙ্গি দমনের যুদ্ধ চলছে, তখন চ্যানেল আই কর্তৃপক্ষ আমাদের দেশীয় গল্পে নাটক বানিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিবাদী বার্তা দিলেন। আমি মনে করি, যারা মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য নির্ধারণ করতে পারে না, এটা তাদের জন্য উপযুক্ত জবাব।’

তিনি পায়রা উড়িয়ে মেগা ধারাবাহিক নাটক ‘সাত ভাই চম্পা’র সেট ও শুটিং উদ্বোধন ঘোষণা করেন।

‘সাত ভাই চম্পা’ মূল গল্পের আদলে নির্মিত এই মেগা ধারাবাহিকের কাহিনীর সাথে থাকবে বিভিন্ন মৌলিক গল্পের সম্ভার। সর্বাধুনিক ক্যামেরা, প্রযুক্তি, অভিজ্ঞ শিল্পী আর কলাকুশলী্প—সব মিলিয়ে এই মেগা ধারাবাহিকটি পাবে এক অন্য মাত্রা। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে নির্মিতব্য এই মেগা ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচার করা হবে।

ছবি : জাকির সবুজ