চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে ১৫ শতাংশ পরিবার পুরুষ শূন্য

কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে ১৫ শতাংশ পরিবার পুরুষ শূন্য। এসব পরিবারের প্রধান হিসেবে কাজ করছেন নারীরা। একই সঙ্গে ৫ হাজার শিশু রয়েছে যারা পরিবারের প্রধান হিসেবে কাজ করছে।

বুধবার রাতে কক্সবাজারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন, জাতিসংঘের শরাণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সিনিয়র ইমারজেন্সি কোঅরডিনেটর লুইস অবিন।

নতুনও পুরাতন রোহিঙ্গাদের মধ্যে তাদের সংস্থার এক নিজস্ব জরিপে এ তথ্য উঠে এসেছে।

ইউএনএইচসিআর এর সিনিয়র ইমারজেন্সি কোঅরডিনেটর লুইস অবিন জানান, ইতিমধ্যে এক লাখ ৭২ হাজার পরিবারের সাথে আলাপ করেছে। যেখানে ৭ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ রয়েছে। এসব পরিবারের মধ্যে পুরুষ শূন্য এবং শিশু-নারী পরিবার প্রধান পাওয়া গেছে। পুরুষ শূন্য পরিবারের মধ্যে কেউ নিখোঁজ, কেউ হত্যা শিকার, কেউ পরিবার বিচ্ছেদ।

সংস্থার এ কর্মকর্তা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশে সকল ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, বিশ্বের কাছে বাংলাদেশ একটি গৌরবেরর দেশ হিসেবে রয়েছে। রোহিঙ্গা বসবাসের উপযোগী হলে যে কোন স্থানে রোহিঙ্গাদের পূর্ণবাসনে তাদের কোন সমস্যা নেই।

এসময় সংস্থার সিনিয়ন মূখপাত্র আবু আসকি, বাংলাদেশের মূখপাত্র মিত্রা সুরিনু, জোসেফ ত্রিপুরা উপস্থিত ছিলেন।