চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আরোহীদের রাঁধুনী থেকে পর্বত জয়ী

পশ্চিম বলিভিয়ার সবচেয়ে উচুঁ পর্বত জয় করলেন দেশটির আয়মারা সম্প্রদায়ের ১১ জন নারী। পর্বত আরোহী এসব নারীদের প্রত্যেকের বয়স ৪২ থেকে ৫০ বছরের মধ্যে। এমর অর্জনের পর বলিভিয়ার আরো পাঁচটি পর্বত আরোহণে প্রত্যয় ব্যক্ত করেছেন সাহসী এ নারীরা।

দু’ বছর আগেও যারা ছিলেন পর্বত আরোহীদের বেজ ক্যাম্পের রাঁধুনী; তারাই এবার বলিভিয়ার সব চেয়ে উচুঁ পর্বত ইলিমানি জয় করলেন। বলিভিয়ার পশ্চিমাঞ্চলের আয়মারা সম্প্রদায়ের এ ১১ নারী দেশ-বিদেশের পর্বতারোহীদের খাবার রান্না করতেন।

জীবনের ঝুঁকি নিয়ে উঁচু পর্বতে আরোহীদের কাছে খাবার পৌঁছে দেয়ার কাজও করতেন এ নারীরা। এমনকি মাঝে মাঝে পর্বতারোহীদের বুট ঠিক করার দায়িত্বও পালন করতে হতো এই নারীদেরকেই। এভাবেই পর্বত জয়ের অদম্য ইচ্ছে জাগে তাদের।

লিডা হিউলেস,  ৪৮ বছর বয়সী এ নারীর নেতৃত্বেই সমুদ্র পৃষ্ঠ থেকে ২১ হাজার ১শ’ ২২ ফিট উচ্চতার ইলিমানি পর্বতে আরোহণের সাহস পান দলের ১০ নারী।

ঐতিহ্যবাহী পোশাক স্থানীয় ভাষায় যাকে বলা হয় ‘চোলিটা’ অনেকটা দেখতে স্কার্টের মতো। এই পোশাক পরেই তুষার ঝড়ের মতো ভয়াবহ সব বিপদ কাটিয়ে ইলিমানি পর্বতের চূড়ায় উঠে বলিভিয়ার পতাকা ওড়ান সাহসী এ নারীরা।

পর্বত জয়ের পর নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন লিডা হিউলাস জানান, নিজেকে নতুনভাবে আবিস্কার করতেই অ্যাডভেঞ্চারাস এই উদ্যোগ নেন তিনি। আর পর্বত জয়ে লিডাকে সাহস দিয়েছেন তার স্বামী ইউলালিও গনজালিস।

সব চেয়ে উঁচু পর্বতের পর এবার বলিভিয়ার অন্য পাঁচটি পর্বতও জয় করতে চান ১১ সাহসী নারী। আর খুব কম সময়ের মধ্যেই ১৯ হাজার ৭শ’ ফিটের বেশি উচ্চতার আরো ৮টি পর্বতও জয় করার লক্ষ্য ঠিক করেছেন লিডা হিউলেস দলের ১০ সদস্যে।