চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আরও অস্ত্রের খোঁজে পূর্বাচলে অভিযান

নারায়ণগঞ্জের পূর্বাচলে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবরুদ উদ্ধারের পরের দিন শনিবার সেখানে দ্বিতীয় দফায় অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।আরও গোলাবারুদ ও অস্ত্রের সন্ধানে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

একই সঙ্গে চলছে শুক্রবার উদ্ধার হওয়া গোলাবারুদ ও বিস্ফোরক নিস্ক্রিয় করার  কাজ। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার রাজধানীর কাছে পূর্বাচল থেকে দুটি রকেট লাঞ্চার, এসএমজি, হ্যান্ড গ্রেনেডসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। শুক্রবার ফায়ার সার্ভিসের ডুবুরিরা পলিথিনে মুড়ে কয়েকটি বড় ট্রাভেল ব্যাগে রাখা ওই অস্ত্রগুলো পূর্বাচলের দুটি পুকুর থেকে তুলে আনে।

অস্ত্রের উৎস খুঁজে বের করতে একজন ডিআইজির নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত কমিটি করেছে পুলিশ।

মাদক মামলায় গ্রেপ্তার হয়ে আদালত থেকে পালিয়ে যাওয়া শরীফ বুধবার গোয়েন্দা জালে ধরা পড়ে জিজ্ঞাসায় জানায়, পূর্বাচল পাঁচ নম্বর সেক্টরের দুটি পুকুরে কিছু ভারি অস্ত্র মজুদ করেছে সন্ত্রাসীরা।

এরপর তাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতের শেষে সেখানে শুরু হয় পুলিশের বিশেষ অভিযান।

এসময় এলাকা ঘিরে ফায়ার সার্ভিসের ডুবুরীদের সহায়তায় পুকুর দুটিতে চলে তল্লাশি। পাওয়া যায় বিপুল অস্ত্র ও গোলাবারুদ।

গ্রেপ্তার শরীফকে জিজ্ঞাসায় অস্ত্রের উৎসসহ সংশ্লিষ্টদের খুঁজে রেব করা যাবে দাবি পুলিশের।