চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘আমি কেউ, নাকি কেউ না’

মানুষের মধ্যে কত কথা। দু:খ-বেদনা, হাসি- কান্নার কথা। এক জীবনে হয়তো তা বলে শেষ হবে না। কিন্তু টুকরো টুকরো কথা কিংবা ভাবনা ভাগাভাগি করা যায় প্রিয় মানুষের সঙ্গে। অথবা লিখে রাখা যায় ডায়েরিতে। তেমনি একটি ডায়েরি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। জীবনমুখী গানের জন্য পরিচিত কণ্ঠশিল্পী প্রীতম আহমেদ ফেসবুকে তার ভাবনা এবং প্রতিদিনকার অনেক কিছু লিখে রাখেন। বর্তমানে যুক্তরাজ্যের অধিবাসী তিনি। কিছুদিন আগে দেশে এসেছেন প্রীতম। গত মঙ্গলবার ফেসবুকে তিনি নিজের পরিচয় নিয়ে একটি পোস্ট দিয়েছেন। পোস্টটি এমন—

‘জন্মের সময় আমার বাবা মা ছিল। বড় হবার সাথে সাথেই তারা আমাকে ছেডে গিয়েছে।…আবার পারিবারিক পরিচয়েও নিজে সমৃদ্ধ নই। বৃটিশ রেসিডেন্ট, অনেকদিন থেকেছি আমেরিকা আবার নাগরিকত্ব বাংলাদেশের তাই উদ্বাস্তু বা রিফিউজি উপাধিও আমার সাথে যায় না। আমি কে আসলে? কী আমার পরিচয়? লেখক? গায়ক? এমন কোন স্বীকৃতি কোনো দিন কোনো দেশতো আমায় দেয়নি। কিছু মানুষ আমাকে আমার সচেতন পাগলামির জন্য ভালোবাসে? নাকি বাসেনা, এই সরল অংকে আমার পরিচয় কী? কেউ কি বলতে পারেন? নানাবিধ ভিজিটিং কার্ডওয়ালা বড় বড় সাহেব আর বেগম সাহেবার পৃথিবীতে কেউ যখন জানতে চান আমি কে, তখন কোনো উত্তর খুঁজে পাই না। আমি কেউ, নাকি কেউ না… অথবা সবার ছায়া বা প্রেতাত্মা?’

প্রীতমের পোস্ট :

ছবি : সংগৃহীত