চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘আমির-ক্যাশবাক্স’ বিতর্কে নিউজিল্যান্ডের দুঃখ প্রকাশ

ওয়েলিংটনে আমির-ক্যাশবাক্স বিতর্কে দুঃখ প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

গত শুক্রবার ওয়েলিংটনে নিউজিল্যান্ড-পাকিস্তান টি২০ ম্যাচ চলাকালীন সময়ে আমির বল করা জন্য যখন ছুটছিলেন তখন স্পীকারে ক্যাশবাক্স খোলার শব্দ বাজিয়ে দেওয়া হয়।

এরপরই বিতর্কের শুরু হয়। স্পট ফিক্সিংয়ের কারণে পাঁচ বছর নিষিদ্ধ থাকার পর ক্রিকেটে ফেরা আমিরকে হেয় করতেই উদ্দেশ্যমূলক ভাবে এটা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এরপর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাকিস্তান দলে কাছে দুঃখ প্রকাশ করা হয়। নিউজিল্যান্ড ক্রিকেটে বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এই ঘটনাকে ‘অসঙ্গত এবং অপমানজনক’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন,‘আমি পাকিস্তান টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে ক্ষমা চেয়েছি। তাদেরকে আশ্বস্ত করেছি ভবিষ্যতে এমন আর হবে না।’

ওয়েলিংটনের ওই টি২০ ম্যাচের চলার সময় ক্যাশবাক্সের শব্দ বাজিয়েছিলেন প্রখ্যাত ক্রিকেট ভাষ্যকার মার্ক ম্যাকলোড। এ ব্যাপারে তাকে সাবধান করা হয়েছে।