চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আমরা তো ইলিশের গন্ধই পাই না: প্রধান বিচারপতি

অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আপনার বাড়ি পদ্মার পাড়ে তাই আপনি ইলিশ দেখেন, কিন্তু আমরা তো ইলিশের গন্ধই পাই না।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে বুধবার অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে প্রধান বিচারপতি একথা বলেন।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানিতে বুধবার অ্যাটর্নি জেনারেল ‘এখনও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হয়’ উল্লেখ করলে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা তো কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরা বন্ধ করে দিয়েছি।’

এরপর অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমার বাড়ি পদ্মার পাড়ে। আমি তো দেখি এখনও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হয়।’

এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, ‘তাই? আপনার বাড়ি পদ্মার পাড়ে তাই আপনি ইলিশ দেখেন, কিন্তু আমরা তো ইলিশের গন্ধই পাই না।’