চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আবাহনী-মোহনবাগানের ড্র

পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া, আবাহনীর এগিয়ে যাওয়াটা তাই বৃথাই গেল। মোহনবাগান অবশ্য সেই ভুলটা করেনি। স্পটকিকেই সমতা এনেছে। আগেই এএফসি কাপ শেষ হয়ে যাওয়া দ্রাগো মামিচের দল তাতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে।

দুদলের প্রথম পর্বের দেখায় মোহনবাগানের মাঠেও শুরুতে এগিয়ে যাওয়ার পর ৩-১ ব্যবধানের হার নিয়ে ফিরে এসেছিল আবাহনী।

এই ড্রয়ে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের তলানিতে থেকে প্রতিযোগিতা শেষ করল ঐতিহ্যবাহী আবাহনী। মোহনবাগানও ৭ পয়েন্ট নিয়ে তিনে থাকলেও টুর্নামেন্টে আর এগোতে পারছে না।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার আক্রমণাত্মক শুরু করা আবাহনী ৮১ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল। চতুর্থ মিনিটেই বজ্রবৃষ্টির কবলে পড়ে অবশ্য শুরু হয়েও ঘণ্টাখানেক থেমে ছিল ম্যাচ।

খেল আবারো শুরু হলে ম্যাচের ৯ মিনিটে মামুন মিয়ার বাড়ানো ক্রসে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওমেকার ভলি জাল খুঁজে নেয়। ১১ মিনিটে অতিথিদের রাজু গায়কোয়াড স্বাগতিকদের এমেকাকে বক্সে ফেলে দিলে পাওয়া পেনাল্টিতে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন জোনাথন।

আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে। ৮২ মিনিটে আবাহনীর এক খেলোয়াড় বক্সের মধ্যে হাতে বল লাগালে পাওয়া পেনাল্টিতে সমতা ফেরায় অতিথিদের কাতসৌমি ইউসা। শেষ পর্যন্ত ওই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে দুদল।