চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আবার এঁকেছি

পোড়া মোবিলে বাংলার, বাঙালির চিত্রপট মুছে ফেলার চেষ্টা হলেও অশুভ শক্তির কাছে পিছু না হটে আবার রঙতুলিতে সেই দেয়াল রাঙিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আবার এখানে কেউ কালি-মোবিল ঢাললে আবার তারা রঙ-তুলিতেই জবাব দেবেন এমনটাই লিখে আবার সেই দেয়ালে বাঙালিকে তুলে ধরার কর্মযজ্ঞের ছবি ফেসবুকে পোস্ট করেছেন শিক্ষার্থীরা।

তাদেরই একজন রুহিন কাইফার ছবি পোস্ট করে বর্ণনায় লিখেছেন, “আবার এঁকেছি॥॥ পারলে এসে আবার পেট্রোল ঢালেন। । কাজ চলবেই॥॥”

গত মঙ্গলবার রাতে নগরের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের করা দেয়ালচিত্রে পোড়া মবিল ছিটিয়ে আঘাত হানে দুর্বৃত্তরা। ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা। ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার দুপুর থেকে নগরের বাদশা মিয়া সড়কের চারুকলা ইনস্টিটিউট সরব হয়ে ওঠে। রংতুলি নিয়ে কাজে নেমে পড়েন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষকেরাও। বৃহস্পতিবারও তাঁরা কাজ অব্যাহত রেখেছেন।

প্রতিবাদের অংশ হিসেবে কালো তেলে ঢেকে দেওয়া দেয়ালচিত্রের পাশে আবার রং তুলিতে ফুটিয়ে তোলা হয় বাংলার লোকজ সংস্কৃতি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রার নানা ছবি।