চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আফিফের হ্যাটট্রিক

বিপিএলে প্রথমবার খেলতে নেমেই পাঁচ উইকেট তুলে পাদপ্রদীপের আলোয় আসা আফিফ হোসেন ধ্রুব এবার হ্যাটট্রিক করে আলোচনায়। ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচে আবাহনীর এই অফস্পিন-অলরাউন্ডার শেখ জামালের টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে মাইলফলকে নাম লেখান।

বিকেএসপির চার নম্বর মাঠে নিজের দ্বিতীয় ও ইনিংসের ১৪তম ওভারের প্রথম তিন বলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের রাসেল আল মামুন (৩৬), সোহাগ গাজী (০) ও জিয়াউর রহমানকে (০) সাজঘরে পাঠান আফিফ। পরে আরো দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন।

প্রিমিয়ার লিগের এবারের আসরে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমটি করেছিলেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বাঁহাতি স্পিনার মনির হোসেন। ২১মে বিকেএসপির চার নম্বর মাঠেই ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩৮ রানে পাঁচ উইকেট নেন মনির। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ নেন এই স্পিনার।

আফিফও একই পথে হেঁটেছেন। হ্যাটট্রিক করেই থামেননি। শেষ পর্যন্ত ১০ ওভারে ৩২ রানে ৫ উইকেট নেন ১৭ বছরের এই তরুণ। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা মাহবুবুল করিমকে (৬০) সাজঘরে পাঠানোর পরের ওভারে আফিফের পঞ্চম শিকার তানবীর হায়দার (১৭)।

আফিফের কোটা শেষ হতেই শুরু হয় বৃষ্টি। শেখ জামাল ৩০.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তোলার পর খেলা বন্ধ হয়।

প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমই স্মরণীয় করে রাখলেন অলরাউন্ডার আফিফ। ১২ ম্যাচ খেলে তিন উইকেট পাওয়া এ স্পিনার শেষ ম্যাচে তুলে নিলেন হ্যাটট্রিকসহ পাঁচটি। নিয়মিত বোলিং করলেও আফিফ মূলত ব্যাটসম্যান। ঢাকা লিগে দুটি ফিফটি পেয়েছেন আফিফ। যার মধ্যে একটি ইনিংস ৯৪ রানের।