চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আন্দোলনরত নার্সদের পিএসসি পরীক্ষা বর্জন

দাবি পূরণ না হওয়ায় পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট নার্সরা। পিএসসি পরীক্ষার মাধ্যমে সরকারি হাসপাতালে নার্স নিয়োগের সিদ্ধান্তের বিরোধিতা করে ১ মাস আগ থেকে নার্সরা আন্দোলন করছে।

৩ হাজার ৬শ’ ১৬ জন নার্স নিয়োগ দিতে আজ শুক্রবার সকাল ১০টায় ঢাকার ১০টি কেন্দ্রে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। আন্দোলনরত নার্সদের দাবি, ১৮ হাজার পরীক্ষার্থী পরীক্ষা বর্জনের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা জানাবে।

এরআগে দাবি বাস্তবায়ন না হওয়ায় বুধবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে গেলে নার্সদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। ওই ঘটনায় আহত হয় অনেকে নার্স।