চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আট দিন পর খুলল রাঙামাটি-চট্টগ্রাম সড়ক

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ৮ দিন বন্ধ থাকার পর বুধবার দুপুর থেকে রাঙামাটি চট্টগ্রাম সড়ক হালকা যানবাহন জন্য খুলে দেয়া হয়েছে। রাঙামাটির সাপছড়ি শালবনে নতুন সংযোগকৃত সড়ক হালকা যান চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া হয় এদিন।

সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার সাংবাদিকদের বলেন, সেনাবাহিনী ও সড়ক বিভাগের সদস্যরা অতিদ্রুত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিশ্চিহ্ন হয়ে যাওয়া রাস্তা পুনরায় চলাচলের উপযোগী করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা প্রশংসনীয়।

আট দিন বন্ধ থাকার পর যানবাহন চলাচল শুরু হওয়ায় মানুষের মনে ছিল উচ্ছ্বাস আর আনন্দ। অতিদ্রুত সড়ক যোগাযোগ পুনরায় স্থাপিত হওয়ায় তারা সেনাবাহিনী ও সড়ক বিভাগের কর্মীদের অভিনন্দন জানান।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক ও সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান দুপুরে রাঙামাটি সড়কের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, আগামী ১ মাসের মধ্যে এই সড়কে ভারী যান চলাচলের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। সেনাবাহিনী ও সড়ক বিভাগ যৌথভাবে এই কাজ করবে।

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় জনবসতিপূর্ণ এলাকা, সড়ক মহাসড়ক ও বিস্তীর্ণ পাহাড়ী এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি পূরণে দীর্ঘদিন সময় লেগে যেতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।

রাঙামাটি জেলা কন্ট্রোল রুম সূত্রে প্রাপ্ত তথ্যে সর্বশেষ জানা যায় রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় নিহত ১১৮, নিখোঁজ ২ জন। নিহতের মধ্যে ৫৭ জন বাঙ্গালি, ৬১ জন পাহাড়ী। এর মধ্যে পুরুষ ৪৭ জন, নারী ৩৪ ও শিশু ৩৬ জন।