চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আজ স্মরণ করা হবে ‘জীবন থেকে নেয়া’র সেই দিনগুলো

বাংলা চলচ্চিত্র ইতিহাসের উল্লেখযোগ্য কীর্তি ‘জীবন থেকে নেয়া’। পরিচালক ও প্রযোজক জহির রায়হান। ছবির কাহিনি লিখেছেন যৌথভাবে আমজাদ হোসেন ও জহির রায়হান। চিত্রনাট্য লিখেছেন জহির রায়হান। অভিনয় করেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, আনোয়ার হোসেন, রওশন জামিল, খান আতাউর রহমান, আমজাদ হোসেন, শওকত আকবর, বেবি জামান প্রমুখ। ছবির বেশির ভাগ গানের সুরকার খান আতাউর রহমান। ১৯৭০ সালের ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ‘জীবন থেকে নেয়া’ ছবি নিয়ে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সহযোগিতা করছে বিএফডিসি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। বেলা ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ভিআইপি প্রজেকশন হলে এই আয়োজন করা হয়েছে। এখানে আলোচনায় স্মরণ করা হবে জহির রায়হানসহ আরও অনেককে। থাকবে ‘জীবন থেকে নেয়া’ ছবির বিশেষ প্রদর্শনী।

‘জীবন থেকে নেয়া’ ছবির বিজ্ঞাপন

আয়োজকদের কাছ থেকে জানা গেছে, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আলোচনায় অংশ নেবেন রাজ্জাক, সৈয়দ হাসান ইমাম, আফজাল চৌধুরী, আমজাদ হোসেন, কোহিনুর আক্তার সুচন্দা, শমী কায়সার ও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমরা ঘোষ।