চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আইফোন নিষিদ্ধ করতে কোয়ালকমের মামলা

চীনে আইফোন উৎপাদন এবং বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ চেয়ে একটি মামলা দায়ের করেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম। বেইজিংয়ের একটি ইন্টেলেকচুয়াল প্রোপার্টি আদালতে এ মামলা দায়ের করা হয়েছে।

মামলায় অ্যাপলের বিরুদ্ধে প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনে ক্ষতিপূরণ দাবি করেছে কোয়ালকম। গতকাল প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কোয়ালকম।

তবে মামলার বিবরণী থেকে জানা গেছে, অ্যাপলের বিরুদ্ধে তিনটি প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগ এনেছে কোয়ালকম। আইফোনের পাওয়ার ম্যানেজমেন্ট এবং ফোর্স টাচ ফিচারের জন্য এসব প্যাটেন্টে থাকা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এজন্য অ্যাপল কোনো অর্থ পরিশোধ করেনি বলে দাবি করেছে কোয়ালকম।

তবে এই মামলার বিষয়ে জানতে চাইলে সংবাদমাধ্যম রয়টার্সকে অ্যাপল জানায়, বিভিন্ন ডিভাইসে ব্যবহৃত যেকোনো প্যাটেন্টের জন্য অ্যাপল সবসময়ই যথাযথ ও যৌক্তিক মূল্য পরিশোধ করে থাকে।