চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আইফোনে ‘আই’ লিখতে বিড়ম্বনা

আইওএস ১১. ১ আপডেট করা সফটওয়্যারে চালিত আইফোন এবং আইপ্যাডে ‘আই’ অক্ষরটি লিখতে বিড়ম্বনায় পড়ছেন গ্রাহকরা। আইফোন এবং আইপ্যাডে ‘আই’ লিখলেই অ্যাপলের বানান প্রেডিক্টর ‘আই’ কে ‘এ’ হিসেবে ধরে নিচ্ছে।

আইফোনে-আইপ্যাডের এই নতুন ‘আই’ বিড়ম্বনার কথা জানিয়ে অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট করছেন।

অ্যাপলের প্রেডিক্টরের এই অদ্ভুত আচরণের পেছনে কোনো বাগ বা এরকম কিছু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো সমাধান দেয়নি অ্যাপল কর্তৃপক্ষ।

আইফোনের আই বিড়ম্বনায় বিরক্ত গ্রাহকের টুইটার পোস্ট

উপায় না পেয়ে অনেক আইফোন গ্রাহকই আইওএস এর কিবোর্ড প্রেডিকশন বন্ধ করে দিয়েছে কিংবা অ্যাপল স্টোরে ঢুকে ডাউনলোড করে নিচ্ছে বিকল্প কোনো কিবোর্ড অ্যাপ।