চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অ্যালোভেরার এত গুণ!

সৌন্দর্য চর্চার উপকরণ তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যালোভেরা। কারণ এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ। এমনকি কোষ্টকাঠিন্য থেকে শুরু করে ডায়াবেটিসের মাত্রাকে প্রভাবিত করে এটি। যারা ত্বকের নানা সমস্যায় ভুগছেন, তারাও জেনে নিতে পারেন অ্যালোভেরার নানা গুণ।

অ্যালোভেরার যত গুণ :

১. সৌন্দর্য চর্চায় অ্যালোভেরার ‍বিকল্প নেই। ত্বকে পুষ্টির চাহিদা বাড়াতে, লাবণ্য ধরে রাখতে এটি অনেক সহায়ক। আয়ুর্বেদিক চিকিৎসায় এটি ব্যবহৃত হয়। কোথাও সামান্য কেটে গেলে, পুড়ে গেলে অ্যালোভেরা ব্যবহার করা যেতে পারে।

২. দিল্লীর চর্মরোগ বিশেষজ্ঞ ডা. দিপালী ভট্টাচার্য বলেন, অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন বি, সি এবং বিটা ক্যারোটিন যা পুষ্টির মাত্রা বাড়াতে থাকে এবং অ্যান্টি এইজিং গুণে ভরপুর। ত্বকে এমনভাবে এটা ময়েশ্চার হয় যে তেলতেলে ভাব একেবারেই থাকে না। যাদের ত্বক তেলতেলে, তাদের জন্য এটি বাড়তি সুবিধা এনে দেয়। সকালে খালি পেটে এক গ্লাস অ্যালোভেরা জ্যুস হজম শক্তিকে বাড়ায় এবং পাকস্থলীর অনেক রোগ থেকে রক্ষা করে।

৩. যাদের ত্বক শুষ্ক তারা সামান্য পরিমাণ হলুদ, এক টেবিল চামচ মধু, একটু গোলাপজল, সামান্য পরিমাণ দুধের সাথে অ্যালোভেরা মিশিয়ে ভালো ভাবে ব্লেন্ড করুন। এরপর তা মুখে লাগিয়ে ২০ মিনিট পরে ‍ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের আর্দ্রতা ফিরে এসেছে।

৪. অ্যালোভেরাকে স্কার্ভ হিসেবেও ব্যবহার করা যায়। আধা কাপ ফ্রেশ অ্যালোভেরা জুস, এক কাপ ‍চিনি, দুই টেবিল চামচ লেবুর রস নিয়ে মিশ্রণ করুন। চিনি মরা চামড়াকে পরিস্কার করতে, অ্যালোভেরা ত্বককে গভীরভাবে পরিস্কার করতে এবং লেবু ত্বকের বিবর্ণ ভাব দূর করতে সাহায্য করবে। মিশ্রণটি সারা শরীরে এবং মুখে ব্যবহার করতে পারেন।

৫. ব্রণের সমস্যা সমাধানে অ্যালোভেরা জ্যুসের সাথে সামান্য মধু, ময়দা মিশিয়ে মুখে লাগাতে পারেন। এছাড়া যাদের ত্বক সংবেদনশীল, তারা মধু, গোলাপ জল, শশার রসের সাথে অ্যালোভেরা রস মিশিয়ে ২০ মিনিট মুখে রাখতে পারেন। এরপর মুখ ধুয়ে ফেললে পাবেন পরিস্কার ত্বক।

৬. ওজন কমাতে এবং চুল পড়া রোধে অ্যালোভেরা জুস অত্যন্ত কার্যকরী। এটি শরীরে প্রোটিন এবং শক্তির যোগান দেয়। জ্যুসকে মজাদার করতে সামান্য লেবু এবং মধুও মিশিয়ে নিতে পারেন। চুল পরিস্কারে এটি কন্ডিশনারের মত কাজ করে। মাথার ত্বকের মরা চামড়াকে প্রতিরোধ করে এবং শাইনি চুল পেতে সাহায্য করে।

কাঁচাবাজারের দোকানে অ্যালোভেরা পেতে পারেন। অথবা লাগাতে পারেন ঘরের সামনে সামান্য  জায়গাতেই। এর জন্য বিশেষ কোন প্রস্তুতির প্রয়োজন হয় না। বরং বাড়তি সুবিধা পাওয়া যায় অনেক বেশি। সৌন্দর্য, শারীরিক সুস্থতার পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়।