চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অস্ট্রেলিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী সাইক্লোন ‘ডেবি’

অস্ট্রেলিয়ার জনপ্রিয় হলিডে দ্বীপে আঘাত হেনেছে শক্তিশালী সাইক্লোন ডেবি। ঘন্টায় ২৬৩ কি.মি./ঘন্টা বাতাসের গতি নিয়ে সাইক্লোনটি কুইন্সল্যান্ড উপকূলের দিকে এগিয়ে যায়।

দেশটির আবহাওয়া ব্যুরো বলেছে, সব থেকে ধ্বংসাত্মক এলাকার ঝুঁকিতে থাকা হোয়াইটসানডে দ্বীপে সাইক্লোন ডেবি পৌঁছেছে।

শক্তির দিক দিয়ে চার নম্বর ক্যাটাগরিভুক্ত সাইক্লোন ডেবির কারণে প্রায় ২৫ হাজারের অধিক মানুষকে ওই এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এটি ধারণা করা হচ্ছে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা বা বাংলাদেশ সময় সকাল ১০টা নাগাদ এটি কুইন্সল্যান্ডের মূল ভূখন্ডে পৌঁছাবে।

প্রচণ্ড বাতাসের কারণে ইতোমধ্যে ওই এলাকার বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ২৩ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। দেশটির কর্তৃপক্ষ বলছে ২০১১ সালের সাইক্লোন ইয়াসির আঘাতের পর এটিই সব থেকে ভয়াবহ সাইক্লোন।

কুইন্সল্যান্ডের সহকারী পুলিশ কমিশনার স্টিভ গোলচিওয়াস্কি বলেছেন, কিছু কিছু বাড়ি-ঘরের ছাদ উড়ে যাচ্ছে এমন তথ্য আমাদের জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এসবের মধ্যে আমাদের ব্যবহার করা বেশকিছু বাড়ি-ঘর রয়েছে।

ঘন্টায় ২৬৩ কি.মি./ঘন্টা বাতাসের গতি নিয়ে সাইক্লোন ডেবি দেশটির কুইন্সল্যান্ড উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।

চার্লি নামের ওই এলাকার স্থানীয় এক বাসিন্দা সাইক্লোনের বাতাসকে দ্রুত গতির মালবাহী ট্রেনের পাশাপাশি আসা-যাওয়ার সাথে তুলনা করেছেন।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) কে তিনি বলেছেন: বাতাসের তীব্রতায় গাছপালা সব কিছু ভয়ঙ্করভাবে হেলে পড়েছে। পুরো এলাকা ক্রমাগত কাঁপছে।

বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে অর্নিদ্দিষ্ট সময়ের জন্য আরও অনেক বাসা-বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে।

কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী এনাসটেশিয়া পালাসজেকুক এই সাইক্লোনকে ‘দানব’ উল্লেখ করে বলেছেন: পূর্বের ইয়াসি সাইক্লোনের থেকে এটি আরও শক্তিশালী এবং শহরের অনেক বেশি ক্ষতি করবে। সোমবারের ঝুঁকিপূর্ণ মানুষদের নিরাপদে সড়িয়ে নিতে যে আদেশ দেয়া হয়েছে, উত্তর-পূর্ব রাষ্ট্রে এটিই সম্ভবত সব থেকে বড়। সাইক্লোন পীড়িত মানুষগুলোর জন্য উঁচু জায়গাতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জরুরি অবস্থার মোকাবেলা করতে ২ হাজারের বেশি স্বেচ্ছাসেবী সতর্কতার সাথে কাজ করছে।

ডেবির কারণে প্রায় ২৫ হাজারের অধিক মানুষকে ওই এলাকা থেকে নিরাপদে সড়িয়ে নেয়া হয়েছে।

তিনি আরো জানান, সাইক্লোন ডেবির আঘাতের সব থেকে শক্তিশালী স্থানের চারপাশের ৬২ কি.মি. এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে এমন তথ্য জানানোর পরেও অনেকে বাড়ি-ঘর ছেড়ে যাননি। কুইন্সল্যান্ডের ১৮১টি স্কুল এবং ২৩২ টি শিশু শিক্ষাকেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। টাউন্সভিল ও ম্যাককে বিমানবন্দরের সব ফ্লাইট বাদ দেয়া হয়েছে।

এখন পর্যন্ত গাড়িতে আঘাত পেয়ে একজন নারী নিহত হবার খবর পেয়েছে পুলিশ।