চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অস্ট্রিয়ায় পৌছেছে অভিবাসন প্রত্যাশীরা

হাঙ্গেরি সীমান্ত থেকে বাসের মাধ্যমে অভিবাসন প্রত্যাশীরা আজ অস্ট্রিয়াতে পৌছেছে। গত রাতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের কেলেটি স্টেশন থেকে হাজার হাজার অভিবাসীদের বাসে তুলে দেয়া হয়।

এদের মধ্যে কম পক্ষে চার হাজার লোক ঢুকেছে অস্ট্রিয়াতে, অনেকে যাচ্ছে জার্মানির দিকে। অপর আরেকটি শরনার্থী গ্রুপ হাঙ্গেরির সীমান্ত দিয়ে হেঁটে রাজধানীর দিকে এসেছে।

এখন তাদের বিশেষ ট্রেনের মাধম্যে ভিয়েনাতে নিয়ে আসা হচ্ছে।

অস্ট্রিয়া সরকার জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীদের আশ্রয়ের জন্য আবেদন করতে হবে এবং জার্মানি যাওয়ার জন্যও আবেদনের মুখোমুখি হতে হবে।

অভিবাসী প্রত্যাশীদের মধ্যে অধিকাংশই গৃহযুদ্ধ-আক্রান্ত সিরিয়া থেকে আসা শরণার্থী, তবে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার অন্যান্য দেশের লোকেরাও এদের মধ্যে আছে।