চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাজেট বির্তক: সুর পাল্টালেন সাংসদরা

জাতীয় সংসদে বাজেট আলোচনা করতে গিয়ে অর্থমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের সমালোচনা করেছেন মন্ত্রী ও সংসদ সদস্যরা। বিষয়টিকে অনভিপ্রেত হিসেবে উল্লেখ করে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন তারা। যদিও আবগারি শুল্ক ও নতুন ভ্যাট আইন প্রয়োগ না করতে অর্থমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন  সব সংসদ সদস্যদই।

আগামী অর্থ-বছরের জন্য প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক এবং নতুন ভ্যাট প্রস্তাবনা নিয়ে সংসদের বাইরেই কেবল নয় আলোচনা-সমালোচনা চলছে সংসদের ভেতরে সরকার দলীয় মন্ত্রী এমপিরাও। তবে তারা মনে করেন কোন কটুত্কি নয়, এটি সীমাবদ্ধ থাকা উচিত আলোচনা-সমালোচনার মধ্যেই।

সংসদ সদস্যরা মনে করেন শুল্ক-ফাঁকি দেওয়া ঠেকানো গেলে মধ্যবিত্তের ওপর করের বোঝা চাপানোর প্রয়োজন পড়বে না। এক্ষেত্রে আবগারি শুল্ক ও ভ্যাট কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

বাজেট আলোচনার পাশাপাশি রাজনৈতিক ইস্যুতে কথা বলতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, সঠিক সময়ে নির্বাচন করার পাশাপাশি অর্থনৈতিক সাফল্য ধরে রাখাও চ্যালেঞ্জ।

অর্থমন্ত্রীর বিরুদ্ধে ব্যাক্তিগত আক্রমণের সমালোচনা করেছেন সংসদ সদস্যরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: