চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে হাঙ্গেরিতে জরুরি অবস্থা

শরণার্থী প্রবেশ ঠেকাতে সীমান্ত বন্ধ করে দেয়ার পর সার্বিয়ার সঙ্গে সীমান্তের দক্ষিণাঞ্চলীয় দুটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে হাঙ্গেরি।

১শ ৭৫ কিলোমিটার সীমান্তে কাঁটা তারের বেড়া তৈরি করে কড়া পুলিশ পাহারা বসিয়েছে দেশটি। বেড়া ডিঙ্গিয়ে সীমান্তে ঢোকার সময় ৬০ শরণার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাত থেকে সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়।

যদিও এর আগের দিন ৯ হাজারেরও বেশী শরণার্থী হাঙ্গেরি ঢোকে। সীমান্ত বন্ধ করায় কয়েকশ’ শরণার্থী আটকা পড়েছে। সীমান্ত খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে তারা।

বিষয়টিকে উদ্বেগজনক বলেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।