চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

অধ্যাপক রুশাদ ফরিদীকে ছুটিতে পাঠানো কেন অবৈধ নয়: হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদীকে সিন্ডিকেট সভার সিদ্ধান্তে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

হাইকোর্টের একটি বেঞ্চ এই রুল জারি করে। আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। জ্যোতির্ময় বড়ুয়া আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অধ্যাপক রুশাদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। যার বিরুদ্ধে গত বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট করা হয়। যে রিটের শুনানি গত রোববার ও সোমবার হয়। এবং আদালত আজ রুল জারি করেন।’