চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অদিতির অ্যালবামের মোড়ক খুলেছেন সৌমিত্র

বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিনের নতুন অ্যালবামের মোড়ক খুলেছেন ভারতের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র ​চট্টোপাধ্যায়। সঙ্গে আরও ছিলেন সাবেক সাংসদ কৃষ্ণা বসু, সাংসদ অধ্যাপক সুগত বসু এবং অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান ভাবনা রেকর্ডসের কর্ণধার গোপা রায়। অ্যালবামের নাম ‘হৃদয়বাসনা’। এই অ্যালবামে অদিতি ১০টি গান গেয়েছেন। যন্ত্রসংগীত পরিচালনা করেছেন রাহুল চট্টোপাধ্যায়। গত শুক্রবার সন্ধ্যায় কলকাতার কলামন্দির মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

বছর কয়েক আগে ঢাকায় প্রথম অদিতি মহসিনের কণ্ঠে রবীন্দ্রসংগীত শোনেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সেদিন থেকেই তিনি এই শিল্পীর গানের ভক্ত হয়ে​ যান। বললেন, ‘আমার তো মনে হয়, এখন এই উপমহাদেশে ও-ই সবচেয়ে ভালো রবীন্দ্রসংগীত গায়।’

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অদিতি মহসিনের একক রবীন্দ্রসংগীতসন্ধ্যা। সামনে বসে তার গান শোনার জন্য কলামন্দির মিলনায়তনে ছিল উপচে পড়া ভিড়। অদিতির গান শুনে মুগ্ধ হন সবাই।

অদিতি জানান, এর আগে প্রাইম মিউজিক, সারেগামা, বেঙ্গল ফাউন্ডেশন থেকে তার অ্যালবাম বেরিয়েছে। এবার অ্যালবাম প্রকাশ করেছে ভাবনা রেকর্ডস।

কলামন্দির মিলনায়তনে অদিতি মহসিনের অ্যালবামের মোড়ক খোলা হয়

ছবি: সংগৃহীত