চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে ‘অবসকিওর’ ব্যান্ডের নতুন গান

রোহিঙ্গা হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নতুন গান প্রকাশ করেছে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘অবসকিওর’ । ‘স্টপ জেনোসাইড’ শিরোনামের গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়েছে ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

গানটি লিখেছেন অমিত গোস্বামী। আর গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের দলপ্রধান ও গায়ক সাইদ হাসান টিপু।

টিপু চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘রোহিঙ্গাদের হত্যার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। যা গানের মাধ্যমে আমরা তুলে ধরেছি। শুধু তাই নয়, বিশ্বের সব গণহত্যার বিরুদ্ধে আমাদের সোচ্চার প্রতিবাদ। বলতে গেলে এর বিরুদ্ধে শিল্পী দায়িত্বের জায়গা থেকে আমাদের এই পরিকল্পনা। আপাতত আমরা লিরিক্যাল ভিডিও প্রকাশ করেছি। ১৫ অক্টোবর মূল ভিডিও প্রকাশ করা হবে ইউটিউবে। গানটি আমাদের পরবর্তী অ্যালবামেও থাকবে।’

শুধু তাই নয়, শহীদ আলতাফ মাহমুদকে নিয়েও এবারের অ্যালবামে থাকছে ‘আলতাফ’ শিরোনামের গান। সব মিলিয়ে মোট আটটি গান দিয়ে সাজানো হয়েছে পুরো অ্যালবামটি।

গত বছর প্রকাশিত অবসকিওরের ১১তম অ্যালবাম ‘ক্র্যাক প্লাটুন’-এর মধ্যে ‘ক্র্যাক প্লাটুন’ ও ‘পরোয়ানা’ গান দুটি মুুক্তির পর বেশ সুনাম কুড়ায়।

গানের লিরিক্যাল ভিডিও: