চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে পুড়ছে সংরক্ষিত বনাঞ্চলের লাখ লাখ মেট্রিক টন গাছ

সংরক্ষিত বনাঞ্চল কেটে রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন লাখ লাখ মেট্রিক টন গাছ পুড়ছে। রোহিঙ্গারা এবং স্থানীয়রা এসব গাছ কাটছেন। এভাবে প্রতিদিন প্রায় ১০ লাখ মেট্রিক টন গাছ পুড়তে থাকায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিচ্ছে।

সরেজমিনে দেখা যায়, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের প্রায় চুলায় একসঙ্গে গাছের বেশ কয়েকটি টুকরা জ্বলছে। যার একটি দিয়ে রান্না সম্ভব হলেও পুড়ছে চুলাভর্তি গাছ।

রোহিঙ্গারা সংরক্ষিত এবং বাণিজ্যিকভাবে গড়ে তোলা বনাঞ্চল থেকে প্রতিদিন বিভিন্ন বয়সী ছোট-বড় গাছ কাটছেন। আবার স্থানীয়রাও গাছ কেটে তাদের কাছে লাকড়ি হিসেবে বিক্রি করছেন।

প্রায় ৩০ টির বেশি পাহাড়ে প্রায় তিন হাজার একর সংরক্ষিত বন এবং আরও তিন হাজার একর জমিতে বাস করছেন রোহিঙ্গারা। বনবিভাগের মতে, রোহিঙ্গাদের জ্বালানির জন্য প্রতিদিন প্রায় ১০ লাখ মেট্রিক টন কাঠের দরকার হচ্ছে।

তবে ইতোমধ্যে কুতুপালং ক্যাম্পে থাকা কিছু রোহিঙ্গা পরিবার এলপি গ্যাসের চুলা ব্যবহার শুরু করেছে।

বিকল্প জ্বালানির ব্যবস্থা না করতে পারলে ছয় মাসের মধ্যে বিপর্যয় নেমে আসবে বলে আশংকা করছেন কক্সবাজারের বাসিন্দারা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: