চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

যুদ্ধের ময়দানেই পিতা ও পুত্রের সাক্ষাৎ

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে বিজয় এই বাংলাদেশ পেয়েছে, তা লাখো শহীদের রক্তে পাওয়া। নিশ্চিত মৃত্যু জেনেও অসংখ্য মুক্তিযোদ্ধা যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। তাঁদের একজন নূরু। বাবা আদর করে ডাকতেন নূরু বলে পুরো নাম শারফুদ্দীন আহমেদ। ১৯৭১ সালে ২১ বছরের যুবক নূরু বিএ ফাইনাল ইয়ারের ছাত্র। এর মধ্যে শুরু হলো মুক্তিযুদ্ধ। দেশকে মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধে। প্রথমে স্থানীয়ভাবে এবং পরবর্তীতে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে যুদ্ধে যোগদান করেন। তিনি পাঁচটি সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানী হানাদারবাহিনীদের পরাজিত করেন। দীর্ঘ বিচ্ছেদের পর যুদ্ধের ময়দানেই সাক্ষাৎ হয় বাবা আনিস উদ্দিন আহমদের সঙ্গে।  এই বীর মুক্তিযোদ্ধা চ্যানেল আই অনলাইনকে জানান সে সময়ের কথা; জানান দীর্ঘ নয় মাসের যুদ্ধজীবনের কাহিনী।

দেখুন ভিডিও: