চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বান্দরবান সীমান্তে বিজিবি ক্যাম্পে বিজিপির গুলি

বান্দরবানের তুমরো সীমান্তে বিজিবি ক্যাম্পকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে মিয়ানমারের বর্ডার গার্ড-বিজিপি।

শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই ঘটনার পরে সীমান্তে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে। সম্প্রতি মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতনের ঘটনায় বেশ কিছু রোহিঙ্গা নদী পেরিয়ে বাংলাদেশে চলে আসে। যাদের মধ্যে ১৪৬ জনকে শুক্রবার আবার মিয়ানমারে ফেরত পাঠায় বাংলাদেশ।

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারে চলমান সমস্যার কারণেই এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

সম্প্রতি মিয়ানমারে পুলিশ ও সেনাবাহিনীর ওপর রোহিঙ্গা জঙ্গিদের কথিত হামলা এবং এর পাল্টা জবাব হিসেবে সরকারি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯-এ দাঁড়িয়েছে।

হামলা-পাল্টা হামলার এ ঘটনায় পুলিশসহ নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য এবং ৭৭ রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার রাতের ওই হামলার পর কয়েকশ’ রোহিঙ্গা প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসে। আরো কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।

এর আগে গত বছরের অক্টোবরেও মিয়ানমারে এ ধরণের একটি হামরায় ৯ পুলিশ সদস্য নিহত হওয়ার পর সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণসহ ব্যাপক নির্যাতন চালায় বলে অভিযোগ রয়েছে। ওই সময় কমপক্ষে ৮৭ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ আশ্রয় নেয়।