চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

প্রধানমন্ত্রী ও হুইপকে হত্যার হুমকি, কলেজছাত্র গ্রেপ্তার

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংদের হুইপ আতিউর রহমান আতিককে হত্যা এবং কটূক্তির অভিযোগে সুলতান মিয়া নামে একজন কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুলতান ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও গ্রামের জমির উদ্দিনের ছেলে। সে শেরপুর সরকারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার বিকালে সুলতানকে আদালতে সোপর্দ করা হলে তার পক্ষে কোনো আবেদন না থাকায় মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুলতান।

উপ-পুলিশ পরিদর্শক জোবায়ের খালিদ জানান, গত জুন মাসে সুলতান ফেসবুকে ‘আবুল মিয়া (ডন)’ নামে ভুয়া আইডি ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুইপ আতিককে হত্যার হুমকিসহ অশালীন ভাষায় কটূক্তি করে।

পরে বিষয়টি পুলিশের নজরে এলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গাজীপুরের কোনাবাড়ীর ডেলটা এলাকা থেকে সুলতানকে বৃহস্পতিবার আটক করা হয়।

বৃহস্পতিবার বিকালে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সুলতানকে আদালতে সোপর্দ করা হয়।