চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

প্রথম বাংলাদেশি হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন জয়া

প্রথম বাংলাদেশি হিসেবে ভারতের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয়া আসহান। শনিবার সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠিত এবারের আসরে ‘সেরা অভিনেত্রী’ হিসেবে পুরস্কার অর্জন করেন জয়া।

‘বিসর্জন’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্যই জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। শুধু তাই নয়, ওই আসরে সেরা চলচ্চিত্র হয়েছে জয়ার ‘বিসর্জন’। আর এই ছবির জন্যই কৌশিক গাঙ্গুলীকে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড দেয়া হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জয়া বলেন, পুরস্কার অর্জনের চেয়ে বড় কথা, কলকাতার মানুষের স্বতঃস্ফূর্ত যে ভালোবাসা পেয়েছি, তা আমার জন্য আরো বেশি আনন্দের।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসার পাশাপাশি ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ারের মতো আসরে সেরা অভিনেত্রী হলাম, এটা অনেক গর্বের একটি বিষয়।

এর আগে জয়া আহসান ফিল্মফেয়ারে প্রথম মনোনয়ন পেয়েছিলেন ২০১৪ সালে, ‘আবর্ত’ ছবির জন্য। এবার দ্বিতীয়বারেই তিনি কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেয়েছেন।

জয়া ছাড়াও একনজরের দেখে নিন এবারের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন যারা:

সেরা অভিনেতা- প্রসেনজিৎ (ময়ূরাক্ষী)
সেরা চলচ্চিত্র (সমালোচক)- (ময়ূরাক্ষী)
সেরা অভিনেতা (সমালোচক) – সৌমিত্র চট্টোপাধ্যায় (ময়ূরাক্ষী)
সেরা অভিনেত্রী (সমালোচক)- ঈশা সাহা (প্রজাপতি বিস্কুট)

সেরা সহ অভিনেতা – কৌশিক গাঙ্গুলী (বিসর্জন)
সেরা সহ অভিনেত্রী – মমতা শংকর (মাছের ঝোল)সেরা নবাগত পরিচালক – মানস মুকুল পাল (সহজ পাঠের গপ্পো)
সেরা নবাগত অভিনেতা – নূর ইসলাম ও সামিউল আলম (সহজ পাঠের গপ্পো)
সেরা নবাগত অভিনেত্রী – রুক্মিণী মৈত্র (চ্যাম্প ও ককপিট)

সেরা চিত্রনাট্য – মানস মুকুল পাল (সহজ পাঠের গপ্পো)
সেরা মৌলিক গল্প- কৌশিক গাঙ্গুলি (বিসর্জন)
সেরা সংলাপ- প্রতীম ডি গুপ্ত (মাছের ঝোল)

সেরা সংগীত পরিচালক – অনিন্দ্য চ্যাটার্জি, অনুপম রায়, শান্তনু মৈত্র ও প্রসেনজিত মুখার্জি (প্রজাপতি বিস্কুট)
সেরা গীতিকার – রিতম সেন (তোমাকে বুঝিনা প্রিয়- প্রজাপতি বিস্কুট)
সেরা গায়িকা – চন্দ্রাণী ব্যানার্জি (তোমাকে বুঝিনা প্রিয়- প্রজাপতি বিস্কুট)
সেরা গায়ক – নচিকেতা চক্রবর্তী (কেন এরকম কিছু- পোস্ত)

আজীবন সম্মাননা – সাবিত্রী চ্যাটার্জি ও মৃণাল সেন

ভারতের প্রভাবশালী ম্যাগাজিন ফিল্মফেয়ার। প্রতিবছর ম্যাগাজিনটি বলিউডে আয়োজন করে অ্যাওয়ার্ড অনুষ্ঠান। মর্যাদায় ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পরেই ফিল্মফেয়ারের অবস্থান। অনেকদিন ধরে কলকাতা চলচ্চিত্রেও ফিল্মফেয়ার আয়োজন করে আসছে অ্যাওয়ার্ড অনুষ্ঠান।