চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নায়করাজ রাজ্জাককে নিয়ে বায়োপিক

নায়করাজ রাজ্জাককে নিয়ে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে পূর্ণাঙ্গ বায়োপিক। নির্মাতা গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ জানিয়েছেন, চিত্রধারণসহ আনুষঙ্গিক কাজ শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনা।

১৯৪২ এ জন্ম, ২০১৭ সালে চিরবিদায়। জীবন ৭৫ বছরের। পাঁচ দশকেরও বেশি সময়ের চলচ্চিত্র জীবন। পশ্চিমবঙ্গ থেকে এসে ঢাকাবাসী হয়ে বাঙালির নায়করাজ তিন শতাধিক চলচ্চিত্রের দাপুটে অভিনেতা। তার জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে সংগ্রাম সাফল্যের গল্প। প্রথমবারের মতো দর্শকের সামনে সেই গল্প তুলে আনার উদ্যোগ গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের।

রাজ্জাকের জীবনের নানা অংশ, আর প্রিয় স্বজন বন্ধুর স্মৃতিচারণে মালা গাঁথা হচ্ছে এই জীবনচিত্রে।

এই বায়োপিক এর কাজ শুরু হয়েছে গত বছর জুলাইয়ে। অল্পদিনেই সম্পাদনা ও কারিগরী কাজগুলো শেষ হবে বলে আশা করছেন নির্মাতা।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: