চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নজরুলের চেতনা প্রজন্মের কাছে পৌঁছানো সবার জাতীয় দায়িত্ব: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, জাতীয় কবির জীবন, সৃষ্টি, চিন্তা ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া সবার জাতীয় দায়িত্ব। এ লক্ষ্যকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে নজরুলের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি শোষণ-বঞ্চনামুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি তিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথিব বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

এসময় রাষ্ট্রপতি আরও বলেন: সৃষ্টির ভূবনে নজরুল ছিলেন স্বাধীন, তাই নজরুল পরবর্তী প্রজন্মের কাছেও তিনি স্বাধীন চিন্তা ও চেতনার অন্তহীন প্রেরণার উৎস। বর্তমান সরকার যে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণহীন রাজনৈতিক আর্থ-সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।