চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম পার্ল হারবার পরিদর্শনে জাপানের প্রধানমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি হামলার শিকার মার্কিন নৌ ঘাঁটি পার্ল হারবার পরিদর্শনে যুক্তরাষ্ট্রের হাওয়াই গেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

হাওয়াই পৌঁছে প্রধানমন্ত্রী শিনজো ‘ন্যাশনাল মেমোরিয়াল সিমেট্রি অব দ্য প্যাসিফিক’সহ বেশ কয়েকটি স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

সফরে শিনজো আবের সঙ্গে আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পার্ল হারবারে হামলার পর এই প্রথম জাপান ও যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে জায়গাটিতে যাচ্ছেন। সেখানে গিয়ে হামলা ও যুদ্ধে নিহতদের জন্য শিনজো আবে প্রার্থনা করলেও ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন তার সহকারীরা।

১৯৪১ সালে পার্ল হারবারে হামলা

এর আগে গত মে মাসে প্রায় একই ধরনের একটি সফরে ওবামা পরমাণু হামলার ক্ষত বয়ে বেড়ানো জাপানি শহর হিরোশিমায় গিয়েছিলেন।

মঙ্গলবার হামলাস্থল পরিদর্শন করে শিনজো আবে ও ওবামার যৌথ সংবাদ সম্মেলনের কথা রয়েছে।

১৯৪১ সালের ৭ ডিসেম্বরে পার্ল হারবারে জাপানের অতর্কিত বিমান হামলায় ২ হাজার ৪শ’রও বেশি মার্কিনি নিহত হয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেও সফরে ওই হামলার জন্য ক্ষমা চাওয়া হবে না বলে আগেই জানিয়ে রেখেছে জাপান।