চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হটস্পট দিয়ে ঝটপট ইন্টারনেট শেয়ার

এখন আড্ডা মানেই ইন্টারনেট । কিন্তু কিছু সময় আমাদের নানান বিড়ম্বনায় পড়তে হয় ইন্টারনেট নিয়ে।
একজন বন্ধুর ইন্টারনেট ডাটা আছে সে খুব ইন্টারনেট ব্যবহার করছে । আর বাকি বন্ধুরা চেয়ে বসে থাকে। চাইলেও আপনি শেয়ার করতে পারছেনা ।
এখন খুব সহজে আপনি ইন্টারনেট শেয়ার করতে পারবেন আপনার আপনজনকে , আপনার ফোনএ হটস্পট অন করে। আপনি চাইলে আট/দশটা মোবাইলে কিংবা ল্যাপটপে ইন্টারনেট শেয়ার করতে পারবেন।
যা লাগাবে – আপনার ওয়াইফাই Enable এন্ড্রয়েড ফোন ।

প্রথম নিয়ম:  
প্রথমে Settings – More… Tethering & portable hotspot  Portable Wi-Fi hotspot  – ON .
Set-Up Wi-Fi hotspot এ গিয়ে  Wi-Fi Network  Name(SSID) + Security(WPA2 PSK) +Password  নিজের মত করে  ন্যুনতম আটটি Character এর Password হতে হবে। তারপর Save । হয়ে গেল আপনার Wi-Fi hotspot অবশ্যই মোবাইল ডাটা অন কর নিতে হবে ।দ্বিতীয়  নিয়ম :

প্রথমে প্লে স্টোর থেকে ‘Portable Wi-Fi Hotspot’ Apps টি ইনস্টল করতে হবে। তারপর Apps টি ওপেন/রান করে সেটিংস এ যেতে হবে। এবার Network  Name(SSID) আপনার পছন্দমত নেটওয়ার্ক এর নাম দিবেন ।  Security অপশনে WPA2 PSK সিলেক্ট করতে হবে। এরপর Password এ আপনার পছন্দমত নূন্যতম আটটি Character এর Password দিতে হবে। তারপর Save দিবেন । মোবাইল ডাটা অন করতে ভুলবেনা যেন।