চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নদীতে ভাসমান খাঁচায় মাছ চাষ করে লাভবান মাছ চাষিরা

চাঁদপুরের ডাকাতিয়া ও মেঘনা নদীর তীরে ভাসমান খাঁচায় মাছ চাষ করছেন মাছ চাষিরা। শুরুতে ১০টি ভাসমান খাঁচায় মাছ চাষ হলেও এখন খাঁচার সংখ্যা প্রায় দু’হাজার। যা থেকে ৫শ’৫০ মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে।

২০০২ সালে প্রথম চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ১০টি ভাসমান খাঁচায় মাছ চাষ শুরু করেন জেলেরা। এর পর থেকে ডাকাতিয়া ও মেঘনা নদীর তীরে ভাসমান খাঁচায় মাছ চাষ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দু’হাজার খাঁচায় চলছে মাছ চাষ। যার বর্তমান বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। খাঁচায় মাছ চাষ করে লাভবান মাছ চাষি। বেকারত্ব দুর হয়েছে কয়েক হাজার মানুষের।

চাঁদপুর জেলায় খাঁচায় মাছ চাষ অন্যান্য জেলাতেও সম্প্রসারিত হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তরা।

খাঁচায় মাছ চাষে জরুরীভিত্তিতে একটি নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন মাছ চাষিরা।

আরও দেখুন চাঁদপুরের স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের ভিডিও রিপোর্টে: