চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গেইলের পাল্টা সাকিব

জীবন পেয়েছিলেন চার রানে থাকতে। আবু হায়দারকে শর্ট-থার্ডম্যানে ওভাবে ক্যাচ ছাড়তে দেখে গেইল একটু হেসেছিলেন। এরপর হাসে তার ব্যাটও। সেই হাসি থামে ২৮ বলে ৫১ রান করার পর। গেইলের এমন ব্যাটিংয়ের দিনে রংপুর রাইডার্সের রান ১৪২’এ থেকেছে শেষ দিকে সাকিবের আগুনে বোলিংয়ের কারণে।

ঢাকার অধিনায়ক সাকিব এদিন প্রথম তিন ওভারে এক উইকেট নেয়ার পর ইনিংসের শেষ ওভারে চারজনকে ফেরান। এর ভেতর একজন স্টাম্পিং। সাকিব রান দিয়েছেন ১৬।

গেইলের ওপেনিং সঙ্গী ম্যাককালাম তেমন কিছু করতে পারেননি। ৮ বলে ৬ রান করে আফ্রিদির বলে বোল্ড হন। মোহাম্মদ মিঠুন ২৬ বলে ২২ করেন। শাহরিয়ার নাফীস আজও ব্যর্থ। এদিন ৯ বলে ৯ করতে পারেন। অধিনায়ক মাশরাফী আগে নেমেছিলেন। আফ্রিদির বলে ক্যাচ উঠিয়ে দেয়ার আগে ১১ বলে ১৫ করে যান।

ঢাকার মোহাম্মদ আমির ৪ ওভারে ৩৪ রান খরচায় এক উইকেট দখল করেন। শহীদ আফ্রিদি ৩৯ রান দিয়ে ফেরান দুইজনকে।