চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এশিয়ান আর্চারিতে বাংলাদেশের সেরা দশের লক্ষ্য

আর্চারিতে এশিয়ার সেরা হওয়ার লক্ষ্য নিয়েই বাংলাদেশে আসছে ৩৫টি দেশ। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসবে ২০তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। নিজেদের লক্ষ্যও ঠিক করে ফেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে সেরা দশে থাকাই লক্ষ্য স্বাগতিকদের।

বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে আর্চারি ফেডারেশন। আগামী বছর আর্জেন্টিনায় বসতে যাওয়া ইয়ুথ অলিম্পিকের জন্যও চার জনের দল ঘোষণা করা হয়েছে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগের মোট ১০টি ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। ৩৫টি দেশের মধ্যে সেরা দশে থাকাই প্রধান লক্ষ্য বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দীন আহমেদ চপল। আর শিষ্যদের কাছ থেকে সেরাটাই বের হয়ে আসবে বলে আশা আর্চারি কোচ নিশীথ দাসের।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসা প্রতিটি দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ফেডারেশন সভাপতি লেফট্যানেন্ট জেনারেল (অব:) মাইনুল ইসলাম। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও এ বিষয়ে প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে সংবাদ মাধ্যমকে জানান সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা।