চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আলাস্কায় ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে ৭ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা করা হচ্ছে। গভীর রাতে অনুভূত ভূমিকম্পের ফলে আলাস্কাসহ দক্ষিণ যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলবর্তী সব এলাকায় সুনামির আশঙ্কা করা হচ্ছে।

এবিসির বরাতে ইয়াহু নিউজ জানিয়েছে, সোমবার স্থানীয় দিবাগত রাত ১টার পরপরই আলাস্কার দক্ষিণের কোডিয়াকে এই ভূমিকম্পের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোন হতাহত এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর পুলিশ কোডিয়াকের বাসিন্দাদের সতর্কতাস্বরূপ মাটি থেকে ১০০ ফুট উপরে অবস্থান করতে বলেছে। কোডিয়াক ‍পুলিশ বিভাগ জানিয়েছে, রাত ২ টার আগ পর্যন্ত ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি দেখতে পায়নি।  তবে আড়াইটার পর তারা বন্দরের পানি কমে যেতে দেখেছে।

সুনামির সতর্কতা

পরে রাত সাড়ে তিনটার দিকে অরেগন, ওয়াশিংটন এবং ক্যালিফোর্নিয়া উপকূলে আনুষ্ঠানিকভাবে সুনামির সতর্কতা প্রত্যাহার করা হয়। তবে দক্ষিণ আলাস্কা এবং আলাস্কা উপত্যাকায় এই সতর্কতা বহাল রয়েছে।

সতর্কতার পর নিরাপদ স্থানে ফিরে যাচ্ছেন কোডিয়াকের বাসিন্দারা

এছাড়াও বৃটিশ কলাম্বিয়ার পশ্চিমাঞ্চলসহ বেশকিছু শহরে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়া এবং হাওয়াইয়ে এখনো পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।